Can't found in the image content. বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২১, ২০২২

বাজারে এলো বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেল

ছবি: সংগৃহীত

যানজট থেকে মুক্তি দিতে বিজ্ঞানীরা এবার উড়ন্ত মোটরসাইকেলের উদ্ভাবন করেছেন। প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হলো এই উড়ন্ত মোটরসাইকেল। জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারউনস টেকনোলজিসের তৈরি পৃথিবীর প্রথম ফ্লাইং মোটরসাইকেলটি। বিশ্বের প্রথম উড়ন্ত মোটরসাইকেলের নাম এক্সট্যুরিসমো হোভারবাইক (XTURISMO hoverbike)।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে আত্মপ্রকাশ করেছে উড়ন্ত মোটরসাইকেলটি। এটাকে শহুরে যানবাহনের ভবিষ্যৎ বলেই মনে করা হচ্ছে।

উড়ন্ত এক্সট্যুরিসমো হোভারবাইকের ওজন প্রায় ৩০০ কেজি। এটি লম্বায় প্রায় ১২ ফুট। এতে একটি স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ইউনিট রয়েছে, যা নিরাপত্তা বাড়াতে ডিজাইন করা হয়েছে।

এয়ারউইনসের সিইও শুহেই কোমাটসু বলেন, প্রায় ৪০ মিনিট ধরে ১০০ কিমির গতিতে উড়তে পারে এই মোটরসাইকেলটি। ইতোমধ্যেই জাপানের বাজারে এর বিক্রি শুরু হয়েছে। ২০২৩ সালেই এই মোটরসাইকেলের একটি ছোট ভার্সন মার্কিন যুক্তরাষ্ট্রে লঞ্চ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এই হোভারবাইকটির মূল্য ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকা। তবে খুব শিগগিরই এর দাম অনেকটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। এজন্য আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে গ্রাহকদের।

২০২৫ সালের মধ্যে এই মোটরসাইকেলের একটি ছোট ইলেকট্রিক মডেল লঞ্চ করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া এর দাম কমিয়ে ৫০ হাজার ডলারে আনা হবে।

নতুন এই মোটরসাইকেলটি ড্রেটোইট অটো শোয়ের যুগ্ম চেয়ারম্যান থাড শট চালিয়েছেন। তিনি জানিয়েছেন, এটি চালানো খুবই আরাম ও আনন্দদায়ক।

সূত্র: ভয়েস অফ আমেরিকা