আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ৩টি পার্বত্য চট্টগ্রাম ছাড়া দেশের ৬১ টি জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।
ইতিমধ্য দেশের ২১ টি জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা।
জেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে সব গুলো জেলা পরিষদে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামীলীগ, বিএনপি নির্বাচনে আসেনি।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের মধ্য একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের সালমা রহমান (হ্যাপী) তিনি পিরোজপুরে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন কারী শহীদ ওমর ফারুকের ছোট বোন।
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছাড়াও পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক জেলা চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। ২০১৮ সালের জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী নির্বাচন করে জেলা চেয়ারম্যান হয়েছিলেন মহারাজ।
মহারাজ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন পাওয়ার জন্য তিনি ৭০৪ জন ভোটার স্বাক্ষরিত একটি চিঠি আওয়োমীলীগ সভানেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের কাছে পাঠান। কিন্তু ২০১৮ সালে বিদ্রোহী নির্বাচন এবং অনুপ্রবেশকারীদের তালিকায় নাম থাকায় মনোনয়ন বঞ্চিত হয়েছেন তিনি।