ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

খাগড়াছড়িতে মেয়াদহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

খাগড়াছড়িতে মেয়াদহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদন্ড

ফাইল ছবি

খাগড়াছড়িতে মেয়াদউত্তীর্ণ কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার জেলা শহরের শহিদ কাদের সড়কের ঔষধ বিক্রির বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।

অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে বেশকিছু মেয়াদউত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এসময় মেয়াদউত্তীর্ণ ঔষধ সংরক্ষনের দায়ে ডিজিটাল ফার্মেসীর মালিক আমজাদ হোসেনকে ১৫ হাজার, উষ্সী ফার্মেসীর বিটু কুমার দে কে ১০ হাজার টাকা এবং ও নাছির এন্টারপ্রইজকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একইসাথে অভিযানে মেয়াদউর্ত্তীণ ঔষধগুলো নষ্ট করে দেয়া হয়।