Can't found in the image content. জাতীয় পার্টিতে যোগ দিলেন দুই চিকিৎসক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জাতীয় পার্টিতে যোগ দিলেন দুই চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

জাতীয় পার্টিতে যোগ দিলেন দুই চিকিৎসক
জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন দেশের স্বনামধন্য দুই চিকিৎসক। তারা হলেন- ডা. মো. শাখাওয়াত হোসেন ও ডা. আহসিনা জাহান লোপা। 

রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দেন। 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শরিফুল ইসলাম জিন্নাহ এমপি, অ্যাডভোকেট মমতাজ উদদীন, ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য এলাহান উদ্দিন।  

ডা. আহসিনা শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউ স্পেশালিষ্ট হিসেবে কর্মরত আছেন এবং ডা. শাখাওয়াত হোসেন পাইওনিয়ার ডেন্টাল কলেজে কর্মরত আছেন।