ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, নভেম্বর ২৩, ২০২৪ |

EN

স্ত্রীর প্রশংসা করার দিন আজ

লাইফস্টাইল ডেস্ক | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

স্ত্রীর প্রশংসা করার দিন আজ
সংসার সুখী হয় রমণীর গুণে। একজন নারী তার স্বামী, সংসার ও সন্তানদের জন্য আজীবন নানা ত্যাগ ও তিতীক্ষা সহ্য করেন। সংসারে নারীর ভূমিকা একজন পুরুষের চেয়ে দ্বিগুণ হলেও হয়তো সব সময় তারা প্রশংসিত হন না।

তবে অনেক পুরুষ আছেন, যারা সব কাজেই স্ত্রীর প্রশংসা করেন। এতে সম্পর্কও ভালো থাকে। সংসারে সুখ আনতে অবশ্যই পুরুষের উচিত বিভিন্ন কাজে স্ত্রীর প্রশংসা করা। এতে স্ত্রীর মন ভালো থাকবে এবং আপনার প্রতি তার সম্মান ও ভালোবাসা বাড়বে।

আর যারা মনে মনে স্ত্রীর প্রশংসা করলেও মুখে বলতে চান না, তারা চাইলে আজ থেকেই শুরু করুন! স্ত্রীর প্রশংসার দিন আজ।

প্রশংসাসূচক বাক্য বলার মাধ্যমে আপনি সহজেই বোঝাতে পারবেন স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা ও সম্মান কতখানি। স্ত্রীও এতে খুশি হবেন।

স্ত্রীর প্রশংসা দিবসের ইতিহাস

সেপ্টেম্বরের তৃতীয় রোববার পালিত হয় এই দিবস। স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা দেখানোর উদ্দেশে এই দিবস পালন করা শুরু হয়।


২০০৬ সালে এই দিবস প্রথম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চেজের বার্ষিক ইভেন্টের ক্যালেন্ডারে তালিকাভুক্ত করা হয়। তখন থেকেই এই দিবস ব্যাপক জনপ্রিয়।

কীভাবে স্ত্রীর প্রশংসা করবেন?

আজকের দিনে স্ত্রীর প্রশংসায় তাকে মনের কিছু কথা বলতে পারেন। যেমন-

‘সেরা স্ত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।’

‘তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার জন্য যা যা করেছো, তার জন্য সত্যিই অনেক ধন্যবাদ।’

‘তুমিই আমার মেরুদণ্ড, আমার সেরা বন্ধু।’

দিনটি কীভাবে পালন করবেন?

আজ স্ত্রীকে যে কোনো উপহার দিয়ে চমকে দিতে পারেন। একই সঙ্গে তার প্রশংসা করুন। একগুচ্ছ ফুল দিয়েও তার প্রশংসা করতে পারেন।

চাইলে স্ত্রীর পছন্দের উপহার দিন কিংবা কোথাও ঘুরতে নিয়ে যান কিংবা কোনো ভালো রেস্টুরেন্টে বসে একান্ত সময় পার করতে করতে স্ত্রীর প্রশংসা করুন।

সূত্র: ডে’স অব দ্য ইয়ার