ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

পিরোজপুর জেলা পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: রবিবার, সেপ্টেম্বর ১৮, ২০২২

পিরোজপুর জেলা পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মনোনয়নপত্র বাছাই করে এসব মনোনয়নপত্রগুলো বাতিল করেন রিটার্নিং অফিসার পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান সিকদার ও আমির হোসেনের হলফনামা ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সালমা রহমান, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ, হাসিনা মনি ও আব্দুল্লাহ আল মাসুদের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এছাড়া নারী আসনের সাত জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। সাধারণ সদস্য ২৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি চার প্রার্থী আওয়ামী লীগের নেতা। দলীয় প্রার্থী সালমা রহমান পিরোজপুর পৌর আওয়ামী লীগের সদস্য। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ , নেছারাবাদ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মনি  ও আব্দুল্লাহ আল মাসুদ ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।