আগামী ১৭ অক্টোবর ২০২২ নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচন। তাই, জেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে নেত্রকোনায়।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন। এদিন অধিকাংশ চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে, ফরিদা ইয়াসমিন নেত্রকোনা ০৩ নং ওয়ার্ড (কেন্দুয়া, মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোয়নপত্র জমা দেন তিনি
এসময় ফরিদা ইয়াসমিন বলেন, আমি আমার দলীয় নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখানে সকল ইউপি, পৌর ও উপজেলার নেতাকর্মীরা এসেছেন। আগামী ১৭ই অক্টোবর নেত্রকোণা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংরক্ষিত আসন ০৩ সকল সম্মানিত ভোটারদের কাছে আমি দোয়া ও সমর্থন প্রত্যার্শী। দোয়া করবেন, জয়লাভ করে যেন আমার আমার নেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে পারি এবং এলাকার জনগণের জন্য সেবা করতে পারি।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ফরিদা ইয়াসমিন আপা উপজেলা ছাত্রলীগের সাবেক নেত্রী, বর্তমানে তিনি মদন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পরিশ্রমী ও ত্যাগী নেত্রী। তার পরিবার সবাই আওয়ামী লীগের সমর্থক। আমরা তাকে সমর্থন দিয়েছি। তার মনোনয়ন দাখিল করতে পৌর, ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ এসেছেন। তার জন্য আমরা দোয়া প্রার্থী।