Can't found in the image content. অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

ফিচার ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৫, ২০২২

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

বাংলা কথাসাহিত্যের আকাশে যার নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী বলা হয়ে থাকে। তিনি ছিলেন একাধারে বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তৎকালীন হিন্দু-ব্রাক্ষ্মণ সমাজের গোঁড়ামি ও অস্পৃশ্যতা ও কুসংস্কার নিয়ে যদি সাহিত্যে সর্বাধিক কেউ সমালোচনা করে থাকেন তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 

আজ ১৫ সেপ্টেম্বর অপরাজেয় এই কথাশিল্পীর জন্মদিন। ১৮৭৬ সালের তৎকালীন ব্রিটিশ ভারতের  হুগলি জেলায় দেবানন্দপুরের বেঙ্গল প্রেসিডেন্সিতে এক বড় দারিদ্র্যপীড়িত ব্রাক্ষ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতা ছিলেন ভবঘুরে। তাদের সংসারে দরিদ্রতা ছিলো আষ্টেপৃষ্ঠে বাঁধা।

স্কুলের বেতন দিতে না পারায় তাকে স্কুল ছাড়তে হয়েছিলো তাকে। শরৎচন্দ্রের পড়ার আগ্রহ দেখে তার মামা পাঁচকড়িবাবু অবশেষে শরৎচন্দ্রকে তাদের স্কুলে ভর্তি করে নিয়েছিলেন। শরৎচন্দ্রের ছোটমামা স্থানীয় মহাজন গুলজারীলালের কাছে হ্যান্ডনোট লিখে টাকা ধার নিয়ে স্কুলের বেতন পরিশোধ করলেন। স্কুলটা পাস হলো। কিন্তু দরিদ্রতার কারণে কলেজ ভর্তি হতে পারলেন না।

শরৎচন্দ্রের পড়া হবে না দেখে মণীন্দ্রনাথের মা কুসুমকামিনী দেবীর বড় মায়া হলো। তিনি তার স্বামীর সঙ্গে পরামর্শ করে, তাদের দুই ছোট ছেলেকে পড়াবার বিনিময়ে শরৎচন্দ্রের কলেজে ভর্তি হওয়ার এবং কলেজে প্রতি মাসে বেতন দেওয়ার ব্যবস্থা করে দিলেন। এর ফলে শরৎচন্দ্র কলেজে ভর্তি হতে সক্ষম হলেন।

শরৎচন্দ্র রাত্রে মণীন্দ্রনাথের ছোট দু ভাই সুরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথকে পড়াতেন। কলেজে পড়ার সময় শরৎচন্দ্র টাকার অভাবে কলেজের পাঠ্য বইও কিনতে পারেননি। সহপাঠী বন্ধুদের কাছ থেকে বই চেয়ে এনে রাত জেগে পড়তেন এবং সকালেই বই ফেরত দিয়ে আসতেন। কলেজে এইভাবে দু বছর পড়লেন শেষে অর্থাভাবে আর এগোতে পারলেন না, শিক্ষাজীবনের ইতি টানলেন।

শরৎচন্দ্র কেবল সাহিত্যিক লেখক ছিলেন না। তিনি গায়ক, বাদক, অভিনেতা ও চিকিৎসকও ছিলেন। তার চরিত্রে আরও অনেকগুলি গুণ ছিল। তার চরিত্রের যে বৈশিষ্টটি সবার আগে চোখে পড়ে, তা হলো- মনেপ্রাণে তিনি ছিলেন একজন দরদী মানুষ। মানুষের, এমন কী জীবজন্তুর দুঃখ-দুর্দশা দেখলে বা তাদের দুঃখের কাহিনী শুনলে, তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। অনেক সময় এজন্য তার চোখ দিয়ে জলও গড়িয়ে পড়ত।

পুরুষ-শাসিত সমাজে পুরুষ অপেক্ষা নারীর প্রতিই তার দরদ ছিল বেশি। আবার সমাজের নিষ্ঠুর অত্যাচারে সমাজ পরিত্যক্তা, লাঞ্ছিতা ও পতিতা নারীদের প্রতি তার করুণা ছিল আরও বেশি। পতিতা নারীদের ভুল পথে যাওয়ার জন্য তিনি হৃদয়ে একটা বেদনাও অনুভব করতেন।

জীবজন্তুর প্রতি স্নেহবশত শরৎচন্দ্র বহু বছর সি.এস.পি.সি.এ. অর্থাৎ কলকাতা পশুক্লেশ নিবারণী সমিতির হাওড়া শাখার চেয়ারম্যান ছিলেন। এক সময় অবশ্য তিনি একজন ছোটখাটো শিকারিও ছিলেন। তখন ছিপ দিয়ে মাছ ধরতে এবং বন্দুক নিয়ে পাখি শিকার করতে তিনি বিশেষ পটু ছিলেন। পরে এসব ছেড়ে দেন। তিনি বরাবরই দক্ষ সাঁতারু ছিলেন। সাপুড়েদের মতো অতি অনায়াসেই বিষধর সাপও ধরতে পারতেন

তিনি ছিলেন অসাধারণ অতিথিপরায়ণ, বন্ধুবৎসল পত্নী প্রেমিক। বিলাসী না হলেও কিছুটা সৌখিন ছিলেন- বিশেষ করে বেশভূষায় ও লেখার ব্যাপারে। তিনি ঘরোয়া বৈঠকে খুব গল্প করতে পারতেন। বন্ধুদের সঙ্গে বেশ পরিহাস-রসিকতা করতেন। আত্ম-প্রচারে সর্বদাই বিমুখ ছিলেন এবং নিজের স্বার্থের জন্য কাউকে কিছু বলা কখনো পছন্দ করতেন না।

শরৎচন্দ্রের প্রথম বৈবাহিক জীবন সুখের বলা চলে না, শান্তি দেবীর সাথে তার বিয়ে হয়, তাদের একটি পুত্রও সন্তানও হয়। পুত্রের বয়স যখন এক বৎসর, সেই সময় রেঙ্গুনেই প্লেগে আক্রান্ত হয়ে শান্তি দেবী এবং শিশুপুত্র উভয়েরই মৃত্যু হয়। স্ত্রী ও পুত্রকে হারিয়ে শরৎচন্দ্র তখন গভীর শোকাহত হয়েছিলেন। 

দ্বিতীয় স্ত্রী হিরণ্ময়ী নিঃসন্তান হলেও তারা সুখী ছিলেন। শেষ বয়সে শরৎচন্দ্রের যকৃতে ক্যানসার দেখা দেয়। শরৎচন্দ্র মৃত্যু সন্নিকটে জেনে একটি উইল করেন। উইলে তিনি তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্ত্রী হিরণ্ময়ী দেবীকে দান করেন।

শরৎচন্দ্রের হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ শুনে রবীন্দ্রনাথ তখন এক পত্রে লিখেছিলেন- ‘কল্যাণীয়েষু, শরৎ, রুগ্ন দেহ নিয়ে তোমাকে হাসপাতালে আশ্রয় নিতে হয়েছে শুনে অত্যন্ত উদ্বিগ্ন হলুম। তোমার আরোগ্য লাভের প্রত্যাশায় বাংলা-দেশ উৎকণ্ঠিত হয়ে থাকবে।’ সেই সময়কার বিখ্যাত সার্জন ললিতমোহন বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের পেটে অপারেশন করেছিলেন। অপারেশন করেও শরৎচন্দ্রকে বাঁচানো সম্ভব হয়নি।

অপারেশন হয়েছিল ১২ জানুয়ারি ১৯৩৮ সালে। এর পর শরৎচন্দ্র মাত্র আর চারদিন বেঁচে ছিলেন। তার মৃত্যুর দিনটা ছিল রবিবার, ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি (বাংলা ১৩৪৪ সালের ২রা মাঘ)। এই দিনই বেলা দশটা দশ মিনিটের সময় শরৎচন্দ্র সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬১ বছর ৪ মাস। হিরণ্ময়ী দেবী তার স্বামীর মৃত্যুর পর প্রায় ২৩ বছর বেঁচে ছিলেন।

রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শরৎচন্দ্রের মৃত্যুসংবাদ শুনে ইউনাইটেড প্রেসের প্রতিনিধিকে বলেন- ‘যিনি বাঙালির জীবনের আনন্দ ও বেদনাকে একান্ত সহানুভূতির দ্বারা চিত্রিত করেছেন, আধুনিক কালের সেই প্রিয়তম লেখকের মহাপ্রয়াণে দেশবাসীর সঙ্গে আমিও গভীর মর্মবেদনা অনুভব করছি।’