Can't found in the image content. জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ১৪, ২০২২

জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি
জাতীয় পার্টির (জাপা) সা‌বেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে দ‌লের প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেন।

এরইমধ্যে এ আদেশ কার্যকর হয়েছে ব‌লে দ‌লের প্রেস উইং থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

পরিবহন মালিক সমিতির নেতা মশিউর রহমান রাঙ্গা বর্তমানে রংপুর-১ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। 

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে তাকে দলের মহাসচিব করেছিলেন।