আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার নির্বাচন ভবনের অডিটরিয়ামে বেলা ১১টায় রোডম্যাপ ঘোষণা করা হবে।
জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত।
রোডম্যাপে নির্বাচনের যাবতীয় পরিকল্পনা উল্লেখ থাকবে।