Can't found in the image content. স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

স্বাস্থ্য ডেস্ক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১২, ২০২২

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

ফাইল ছবি

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশিত হয়েছে। অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে নিয়োগের জন্য ৫৭৫টি শূন্য পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ল্যাব অ্যাটেনডেন্ট ও ওয়ার্ডবয় পদের পরীক্ষা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজ, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এবং টি অ্যান্ড টি মহিলা কলেজে এই দুই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিজিএইচএস সাপোর্ট স্টাফ (নন-টেকনিক্যাল), মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার/ডেটা অপারেটর, আয়া ও ক্লিনার পদের লিখিত পরীক্ষা ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সরকারি তিতুমীর কলেজ ও বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এসব পদের পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় এই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।