Can't found in the image content. ইউক্রেনের শস্য নিয়ে জাতিসংঘকে যে পরামর্শ পুতিনের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইউক্রেনের শস্য নিয়ে জাতিসংঘকে যে পরামর্শ পুতিনের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

ইউক্রেনের শস্য নিয়ে জাতিসংঘকে যে পরামর্শ পুতিনের
ইউক্রেনের রপ্তানি করা খাদ্যশস্য গরিব দেশগুলো পাচ্ছে না বলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ধনী দেশগুলোতে না পাঠিয়ে, আগে দরিদ্র-পিড়ীত আফ্রিকার দেশগুলোতে এসব শস্য পাঠাতে জাতিসংঘকে পরামর্শ দিয়েছেন পুতিন। খবর আনাদোলুর।

রুশ প্রেসিডেন্টের অভিযোগ, জাতিসংঘের তত্ত্বাবধানে এবং তুরস্কের মধ্যস্থতায় গত জুলাই মাসে আঙ্কারায় ইউক্রেনের খাদ্যশষ্য রপ্তানির বিষয়ে যে চুক্তি হয়েছিল, তাতে উল্লেখ করা হয়েছিল- দরিদ্র দেশগুলোর জনগণকে আগে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে হবে।

এ জন্য প্রথমে গরীব দেশগুলোকে আগে ইউক্রেনের খাদ্যশস্য পাঠাতে হবে। কিন্তু এ পর্যন্ত ৩ শতাংশ খাদ্যশস্য পেয়ে দরিদ্ররা। বাকি সব ইউক্রেনের শস্য গেছে ধনী দেশগুলোতে।

দরিদ্র দেশগুলোর মধ্যে কেবলমাত্র ইয়েমেন এবং জিবৌতি পেয়েছে ইউকেনের শস্য।

এ পর্যন্ত ৮০টি জাহাজ খাদ্যশস্যবোঝাই করে ইউক্রেনের বন্দর ত্যাগ করেছে। এর মধ্য মাত্র দুটি জাহাজ দরিদ্র দেশে পৌঁছেছে। বাকিগুলো সব ধনী দেশে রপ্তানি করা হয়েছে।