ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

আগের দিনের তুলনায় ডেঙ্গু রোগী অর্ধেকে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২

আগের দিনের তুলনায় ডেঙ্গু রোগী অর্ধেকে
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৫ জন আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের তুলনায় কম।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এ আগে, বৃহস্পতিবার ২৭৫ জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আজকের প্রতিবেদনের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ১৪০ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দেশে বর্তমানে ৯৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৩২ জন। মারা গেছেন ৩১ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।