Can't found in the image content. ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক

সিনিয়র স্টাফ রিপোর্টার | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিএনপির বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বুধবার বিকেলে হাইকমিশনারের বারিধারাস্থ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে প্রতিনিধিদলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য শ্যামা ওবায়েদ ও তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব বৈঠক সম্পর্কে গণমাধ্যমকে জানান, বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ব্রিটিশ হাইকমিশনার। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন হাইকমিশনার।