Can't found in the image content. শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২

শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাণক্যপুরীর হোটেল আইটিসি মৌর্যে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। দ্য হিন্দুর খবরে এ কথা বলা হয়।

কংগ্রেস জানায়, তারা বেশ কয়েকটি বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন।

চার দিনের সফরে সোমবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। যেখানে উভয় পক্ষ বাণিজ্য এবং নদীর পানিবণ্টনসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি সই করেছেন।

এর আগে, শেখ হাসিনা ২০১৯ সালে ভারতে গিয়েছিলেন।