Can't found in the image content. শেয়ারবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শেয়ারবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, সেপ্টেম্বর ৬, ২০২২

শেয়ারবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান

ফাইল ছবি

দুইদিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে।

দিনের শুরুতে ক্রেতার চাপ বেশি থাকায় প্রায় সব খাতের শেয়ারের দাম বেড়েছে। লেনদেনের প্রথম ১৫ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৫১ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। উভয় বাজারে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, আজ যথারীতি সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরু হয়। প্রথম ৪৫ মিনিটে ডিএসইতে ২৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৬টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়েছে। এই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪১ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার।

একই অবস্থায় লেনদেন হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। প্রথম ১৫ মিনিটে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৯ কোটি ৭১ লাখ ৪৯০ টাকা।

সিএসইতে ১৫ মিনিটে ৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২১টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০টির, অপরিবর্তিত রয়েছে ৫টির দাম।