Can't found in the image content. এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

এসএসসি পরীক্ষার সময় জানালেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। সোমবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলেন তিনি এই সময়সূচি প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু হবে।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত এবং প্রশ্নফাঁসের গুজবমুক্ত, এমন পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৮৬ জন। এবার মোট কেন্দ্র ৩ হাজার ৭৯০টি। একইসঙ্গে মোট প্রতিষ্ঠান ২৯ হাজার ৫৯১টি।

তবে এবার কমেছে পরীক্ষার সংখ্যা। গত বছরের তুলনায় এবার শিক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।