Can't found in the image content. যথাসময় অফিস করেন না গণপূর্ত মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

যথাসময় অফিস করেন না গণপূর্ত মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২

যথাসময় অফিস করেন না গণপূর্ত মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা

ফাইল ছবি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী প্রায়ই দেরিতে অফিস উপস্থিত হন বলে অভিযোগ উঠেছে। আবার কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করেন।

যথাসময়ে অফিসে না আসা ও অফিস ত্যাগ করা সরকারি আইনের পরিপন্থি উল্লেখ করে সম্প্রতি এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব অভিজিৎ রায় স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ আগস্ট তারিখের একটি স্মারকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, নতুন সময় অনুযায়ী এ মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী প্রায়ই অফিসে বিলম্বে উপস্থিত হন।

কোনো কোনো ক্ষেত্রে অনেকে সার্বক্ষণিক অফিসে অবস্থান করেন না। কোনো কোনো কর্মকর্তা/কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ ছাড়া নির্ধারিত সময়ের পূর্বে অফিস ত্যাগ করেন। অনিয়মিতভাবে অফিসে উপস্থিত ও অফিস ত্যাগ করা সরকারি আইনের পরিপন্থি।

আদেশে আরও বলা হয়, এ অবস্থায় সরকারি কাজের স্বার্থে এ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময় (সকাল ৮টায় আগমন এবং বিকেল ৩টায় প্রস্থান) পর্যন্ত অফিসে উপস্থিত থাকা ও সার্বক্ষণিক অফিসে অবস্থান নিশ্চিত করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ ছাড়া নির্ধারিত অফিস সময়ের আগে কর্মস্থল আগ না করার জন্য অনুরোধ করা হলো।

বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।