রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জি এম) কাদেরের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাতে বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর) জিএম কাদের জানান, বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দর এলাকায় তার ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন।
‘বিভিন্ন জরুরি কল আসছিল আমার। এ সময় গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালার গ্লাস খুলে রাখছিলাম। এর মধ্যে ফোনে কথা বলা অবস্থায় কিছু বুঝে উঠার আগেই এক যুবক ফোনটি আমার হাত থেকে নিয়ে দৌড়ে পালিয়ে যায়,’ বলেন তিনি।
তিনি আরও জানান, তার গাড়ি চালক সেই ছিনতাইকারী যুবকের পিছু নিলে সে অন্য আরেকটি ফোন ছুড়ে মেরে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় একটি মামলা করেছেন।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় সেই ছিনতাইকারী যুবককে আটক করা হয়েছে। তবে মোবাইল উদ্ধার করা যায়নি।