কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কর্তৃক সিএসই উৎসব'র আয়োজন করা হয়েছে। আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
প্রথম দিনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. সাইফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান পার্থ চক্রবর্তী।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে গ্র্যান্ড র্যালী, বৃক্ষ রোপন এবং ফ্ল্যাশ মবের আয়োজন করা হয়েছে। এর পরেই "Cutting Edge Technologies: Cloud Computing and Devops" শীর্ষক একটি সেমিনার এবং কুইজ কনটেস্ট এর কর্মসূচি রাখা হয়েছে। দুপুর ২ টা থেকে উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় দিনের প্রথম কর্মসূচিতে রাখা হয়েছে "অন্তঃবিভাগ প্রোগ্রামিং কনটেস্ট"। ৬ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে এ কনটেস্ট শুরু করা হবে।
এর পরেই দুপুর ২ টায় সমাপনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী, নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আবদুল মঈন।
উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন। বিকেল ৪ টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮ টায় রাতের খাবারের আয়োজনের মধ্য দিয়েই শেষ করা হবে দুই দিনব্যাপী " সিএসই উৎসব"।