ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মধ্যনগরে ভ্রামমান আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

উপজেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২

মধ্যনগরে ভ্রামমান আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে ফের ভ্রামমান আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত,সেই সাথে অবৈধ ব্যবসায়ী ডায়াগনস্টিক সেন্টার দুই মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালতের মোবাইল কোটের পরিচালক মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, সঙ্গীয় টিম নিয়ে  মোবাইল কোট পরিচালনা করেন।  এসময় সাথে ছিলেন ধর্মপাশা উপজেলা হাসপাতালের টি এইচ সি মোঃ মুস্তনশির বিল্লাল।

১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ভ্রাম্যমান আদালত মোবাইল কোট পরিচালনা করেছেন। এ সময় লাইসেন্স বিহীন , অপ্রাপ্ত অনভিজ্ঞতার ডাক্তার দ্বারা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায়, তাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়েছে এবং সিলগালা সহ ৭ হাজার টাকা জরিমানা করেছেন,অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রেক্ষিতে, মা ডায়াগনস্টিক সেন্টার এর মালিক অসীম সরকার কে ৫ হাজার টাকা, এবং মধ্যনগর ডিজিল্যাব মেডিকেল সেন্টারের মালিক মামুনুর রশিদ কে ২ হাজার টাকা জরিমানা করেছেন এবং এই ডায়াগনস্টিক সেন্টার গুলো সীল গালা করে বন্ধ করে দেওয়া হয়েছে, এ এছাড়াও অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারগুলিতে ভিজিট করেছেন ম্যাজিস্টেট নাহিদ হাসান খান । এ সময় সকল ডায়াগনস্টিক সেন্টার গুলোর উদ্দেশে ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান বলেন, লাইসেন্স বিহীন কোন ডায়াগনস্টিক সেন্টার চালালে তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নেয়া হবে।