Can't found in the image content. বিএনপি আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই : প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জানুয়ারী ১১, ২০২৫ |

EN

বিএনপি আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ২, ২০২২

বিএনপি আক্রমণ করলে পুলিশ প্রতিহত করবেই : প্রধানমন্ত্রী
বিএনপি আন্দোলনের নামে আক্রমণ করলে পুলিশ তা প্রতিহত করবেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমি তো আন্দোলন করার কথা বলেছি। পুলিশকে বলেছি কিছু না বলার জন্য, তাই বলে পুলিশকে আক্রমণ করলে তারা সেটা প্রতিহত করবেই। শান্তিপূর্ণভাবে মিছিল-আন্দোলন করলে কেউ কিছু বলবে না।

তিনি বলেন, পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করেনি। পুলিশ যদি আক্রান্ত হয় তার নিজেকে বাঁচানোর অধিকার আছে। না কি সেটা নেই?

বিএনপি নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাদের কথা মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে সব করবে তাদের কিছু বলা যাবে না। শান্তিপূর্ণভাবে সব করলে কেউ কিছু বলবে না।

এ সময় মিডিয়া কাভারেজ পেতে বিএনপি আন্দোলনে ‘সিচুয়েশন’ তৈরি করছে বলেও জানান সরকারপ্রধান।