Can't found in the image content. ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেওয়ায় অভিযোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেওয়ায় অভিযোগ

সিনিয়র স্টাফ রিপোর্টার | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২

ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেওয়ায় অভিযোগ
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে তার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে এক বিবৃতিতে রিজভী। বলেন, আজ রাতে চট্টগ্রাম মেট্রো চ ১১-৮৩৩৫ হাইয়েজ গাড়িতে করে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়।  এলাকাবাসী জানিয়েছে সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে। তিনি অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।