Can't found in the image content. পুলিশের শীর্ষ পর্যায়ের ৩ পদে রদবদল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

পুলিশের শীর্ষ পর্যায়ের ৩ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২

পুলিশের শীর্ষ পর্যায়ের ৩ পদে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ের তিন পদে রদবদল করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়। এ ছাড়া আজ পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন, গ্রেড-১–এর চলতি দায়িত্বে), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক এস এম রুহুল আমিনকে অ্যান্টিটেররিজম ইউনিটে ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) জামির আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

২৬ উপকমিশনারের পদায়ন

আজ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত আদেশে পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে ডিএমপির উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।