Can't found in the image content. বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ৩১, ২০২২

বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ল

ফাইল ছবি

একদিনের ব্যবধানে বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। গত একদিনে বিশ্বে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৯ জনের এবং শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৩ হাজার ৮১০ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৪ লাখ ৯১ হাজার ৭২০ জনে এবং শনাক্তের সংখ্যা হলো ৬০ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তারপরই রয়েছে জাপান ও ব্রাজিল। এছাড়া শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জাপান। তারপর রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

বুধবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৮টায় করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে জানা গেছে এই তথ্য।

মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫১ জনের। এ সময় নতুন শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯০৬ জন। দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ লাখ ৬৯ হাজার ৭৪৮ জনে এবং শনাক্তের সংখ্যা হলো ৯ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ১৬ জন।

এদিকে শনাক্তের তালিকায় শীর্ষে থাকা জাপানে গত একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের এবং শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯০৭ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা হলো ৩৯ হাজার ২৫৩ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৪২২ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।