জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান (অতিরিক্ত সচিব) এঁর নেতৃত্বে অদ্য ২৯ আগস্ট রাত ১১টা সোয়া ২টা পর্যন্ত কাওরান বাজারে সবজির আড়তে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপপরিচালক বিকাশ চন্দ্র দাস, সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান, মোঃ আব্দুল জব্বার মন্ডল ও মোঃ শরিফুল ইসলাম।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, মোকামে প্রতি কেজি শষা ৩২ টাকা এবং কাওরান বাজারে ৪০/৪৫ টাকা, বেগুন মোকামে ৩৬ টাকা এবং কাওরান বাজারে ৪৫/৫০ টাকা, কাঁচা মরিচ মোকামে ৩০ টাকা এবং কাওরান বাজারে ৪০ টাকা, উস্তে/করল্যা মোকামে ৩৩ টাকা এবং কাওরান বাজারে ৪৫ টাকা, পটল মোকামে ১৫ টাকা এবং কাওরান বাজারে ২০ টাকা দরে বিক্রি হলেও আড়ত হতে পাইকারি এবং খুচরা পর্যায়ে ৩০/৩৫ টাকার সবজি ৭৫/৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বলেন "এখানে প্রান্তিক কৃষকরা যেমন উৎপাদন খরচ পান না অপরদিকে ভোক্তারা উচ্চমূল্যে সবজি ক্রয় করতে বাধ্য হচ্ছেন। মাঝখানে ২/৩ হাত বদলের ফলে মধ্যস্বত্ত্বভোগীরাই প্রতিদিন বিপুল পরিমাণ অনৈতিক মুনাফা করছে।" বাজার ব্যবস্থাপনা এবং বিপণনে নিয়ন্ত্রণ আনতে তিনি ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে উদাত্ত আহবান জানান।
উল্লেখ্য এসময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান উপস্থিত ছিলেন।