এবার গমের আটা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে ভারত। একইসঙ্গে ময়দা, সুজিরও রপ্তানি নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। অভ্যন্তরীণ বাজারে বাড়তে থাকা খাদ্যপণ্যটির মূল্যে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর মহাপরিচালক।
এর আগে, গত মে মাসে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। তীব্র খরায় দেশটিতে গমের উৎপাদন হ্রাস পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নরেন্দ্র মোদি সরকার জানায়, এ অবস্থায় বিশ্বজুড়ে ভারতীয় গমের আটার চাহিদা বৃদ্ধি। এতে ২০২২ সালের এপ্রিল-জুলাইয়ে খাদ্যপণ্যটির রপ্তানি ব্যাপক ঊর্ধ্বমুখী হয়। গত বছরের একই সময়ের চেয়ে যা ২০০% বেশি।
ফলে স্থানীয় বাজারে গমের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এই সপ্তাহে প্রতি টন বিক্রি হয়েছে ২৪ হাজার ৫০০ রুপিতে।তাই দেশের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিলো মোদি সরকার।