Can't found in the image content. সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

ধর্মকথা ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২৮, ২০২২

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক
পবিত্র সফর মাসের চাঁদ দেখতে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ রবিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

দেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে এতে।