Can't found in the image content. হবু বউ ফেল করতে পারে এই আশঙ্কায় স্কুল জ্বালিয়ে দিলো স্বামী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

হবু বউ ফেল করতে পারে এই আশঙ্কায় স্কুল জ্বালিয়ে দিলো স্বামী

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২৮, ২০২২

হবু বউ ফেল করতে পারে এই আশঙ্কায় স্কুল জ্বালিয়ে দিলো স্বামী

ফাইল ছবি

হবু বউ পরীক্ষায় ফেল করতে পারে, এমন আশঙ্কায় স্কুলে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন স্বামী। মিশরের রাজধানী কায়রোর উত্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবককে আটকের পর কারাগারেও পাঠানো হয়েছে। শনিবার (২৭ আগস্ট) পুলিশের বরাত দিয়ে মিসরের স্থানীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এ তথ্য জানায়।

ন্যাশনাল নিউজের প্রতিবেদনে বলা হয় ওই যুবকের বয়স ২১ বছর। তিনি এর আগে জানতে পারেন যে এ বছরের পরীক্ষায় তার নববধূ পাস নাও করতে পারেন।

মিশরের প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, মিশরের রাজধানী কায়রোর উত্তরে মেনোফিয়া প্রদেশ থেকে তাকে আটক করা হয়েছে।

তবে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

আটক করার পর ওই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে তিনি জানান, যার সঙ্গে তার বিয়ে হতে যাচ্ছে সে হয়ত এ বছর ফেল করতে পারে। এমন আশঙ্কা থেকেই এ কাণ্ড ঘটিয়েছে। 

ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও স্কুলের অধ্যক্ষের কার্যালয় ও কেন্দ্রীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের বিবৃতি অনুযায়ী, কিছু শিক্ষার্থীর নথিও নষ্ট হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যান ওই যুবক। পরে তাকে আটক করে পুলিশ।