Can't found in the image content. এই সরকারের অধীনে নির্বাচনে গেলে নর্দমার কীটে পরিণত হবেন: নুর | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এই সরকারের অধীনে নির্বাচনে গেলে নর্দমার কীটে পরিণত হবেন: নুর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

এই সরকারের অধীনে নির্বাচনে গেলে নর্দমার কীটে পরিণত হবেন: নুর

ফাইল ছবি

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে যারা নির্বাচনে যাবেন না বলছেন, তারা যদি এই সরকারের অধীনে নির্বাচনে যান, তাহলে আপনারা জাতীয় বেঈমান এবং নর্দমার কীটে পরিণত হবেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর।

শুক্রবার (২৬ আগস্ট) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এই সমাবেশে নুর আরও বলেন, ‌আওয়ামী লীগ বলে পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন। যদি তিনি কেউ না হন, তাহলে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কেন নিয়ে নেওয়া হলো না। দলের কেউ না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমরা চাই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

নুর বলেন, সরকার দেশকে শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে। তাই বিদেশি সরকারগুলো তাদের সমর্থন দিচ্ছে না।