ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১

EN

বাড়ল ডলারের দাম

অর্থ ও বানিজ্য ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ২৭, ২০২২

বাড়ল ডলারের দাম

ছবি: সংগৃহীত

মুদ্রাবাজারে অন্যান্য আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ব্যাংকটির চেয়ারম্যান জেরোম পাওয়েল এ আভাস দেয়ার পর মার্কিন মুদ্রার দাম বেড়েছে। 

তবে এ ধাপে ফেড কী পরিমাণ সুদহার বাড়াবে তা স্পষ্ট করা হয়নি। আগামী সেপ্টেম্বরের বৈঠকে বিষয়টির রফাদফা হবে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসি ও ইকোনো টাইমসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) ডলার সূচক শূন্য দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৮৩তে দাঁড়িয়েছে। অথচ দিনের শুরুতে তা ছিল ১০৭ দশমিক ৫৪। স্বাভাবিকভাবেই অন্যান্য প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রামান কমেছে শূন্য দশমিক ১ শতাংশ। প্রতি ইউরো বিক্রি হয়েছে শূন্য দশমিক ৯৯৬৪ ডলারে। জাপানের মুদ্রার দরপতন হয়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। প্রতি ডলার বিকিয়েছে ১৩৭ দশমিক ৪৯ ইয়েনে।

ব্রিটিশ মুদ্রার মূল্যমান নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। প্রতি পাউন্ড স্ট্রার্লিং বেচাকেনা হয়েছে ১ দশমিক ১৭৭ ডলারে। ফেড সুদহার বাড়ানোর ইঙ্গিত দেয়ায় সামনের দিনগুলোতে মার্কিন মুদ্রার দাম ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছি বেশি। যদি না ব্যাপকহারে বিশ্বজুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়।