Can't found in the image content. ‘আগস্ট এলেই স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

‘আগস্ট এলেই স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়’

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, আগস্ট ২৬, ২০২২

‘আগস্ট এলেই স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, ‌‘আগস্ট মাস এলেই আমরা শঙ্কিত থাকি। কারণ, এই মাসেই স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা ৭৫’এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বেঁচে থাকা পরিবারের সদস্যদের হত্যার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে।’

বৃহস্পতিবার বিকালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা আজম বলেন, ‘এই ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা চালিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় মহান আল্লাহর কুদরতে এবং নেতাকর্মীদের ভালোবাসা আর আত্মত্যাগে শেখ হাসিনা আমাদের মাঝে আজ বেঁচে আছে। সেদিন যদি ষড়যন্ত্রকারীরা সফল হতো তাহলে আজ বাংলাদেশের মানুষ এতো উন্নয়ন দেখতে পেতো না। বাংলাদেশ হতো বিশ্বের মধ্যে পাকিস্তানের মতো অর্থনীতিতে ভঙ্গুর, উন্নয়নে পিছিয়ে থাকা, সহিংস, অস্থিতিশীল একটি রাষ্ট্র।’

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি হাজী দিদার পাশা, ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ।