Can't found in the image content. বাম জোটের হরতালে হামলা-গ্রেপ্তারের অভিযোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বাম জোটের হরতালে হামলা-গ্রেপ্তারের অভিযোগ

রাজধানী ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

বাম জোটের হরতালে হামলা-গ্রেপ্তারের অভিযোগ

ছবি: সংগৃহীত

সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালে নাটোরে পুলিশি হামলা ও দিনাজপুরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ-এর সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। 
 
সায়েন্স ল্যাব ও শাহবাগসহ কয়েক জায়গায় পুলিশী বাধার মুখে পড়েন হরতালকারীরা। সায়েন্স ল্যাবে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে নয়টার দিকে শাহবাগ মোড়ের আসে। শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা এড়াতে না পেরে বিক্ষোভকারীরা ফিরে যান।

পরবর্তী কর্মসূচি সম্পর্কে রাজেকুজ্জামান রতন বলেন, হরতাল পালন শেষ করে আমরা বসব। তারপর কর্মসূচি ঘোষণা করব।

তিনি বলেন, বাম গণতান্ত্রিক জোট হরতাল ডেকেছে। আমরা সারাদেশে অর্ধদিবস হরতাল পালন করছি। এজন্য সড়কে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। 

সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাম গণতান্ত্রিক জোটের এ হরতাল চলবে। হরতালে বিএনপিসহ বাম দলগুলো নৈতিক সমর্থন দিয়েছে।