Can't found in the image content. আ.লীগের অধীনে আর কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

আ.লীগের অধীনে আর কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

আ.লীগের অধীনে আর কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না: রুমিন ফারহানা
বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের স্বপ্ন দেখে। কিসের নির্বাচন? আওয়ামী লীগ সরকারের অধীনে কিসের নির্বাচন করব আমরা? ২০১৪ সালে রঙিন নির্বাচন দেখেছি।

বিনাভোটে সংসদে গিয়ে তারা সংসদ দখল করেছে। ২০১৮ সালে নির্বাচন হয়েছে নিশিরাতে ডাকাতির মাধ্যমে। আমরা সব হিসাব রাখছি। পরিষ্কার কথা, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ছাড়া ২০২৪ সালে কোনো নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। 
 
জ্বালানি তেল, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতার মৃত্যুর প্রতিবাদে বুধবার (২৪ আগস্ট) বিকেলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, হুঁশিয়ার সাবধান-সামনে নির্বাচন আসছে, এ নির্বাচনে যদি আবার কোন নীলনকশা করার চেষ্টা করেন, তাহলে বিএনপি দাঁতভাঙা জবাব দেবে। নির্বাচন হবে ব্যালটে, নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। 

চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।