ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নতুন সময়সূচিতে বিচারকার্য শুরু হাইকোর্ট বিভাগে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

নতুন সময়সূচিতে বিচারকার্য শুরু হাইকোর্ট বিভাগে

ফাইল ছবি

নতুন সময়সূচি অনুসারে বিচারকার্য শুরু করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিচারকার্য শুরু হয়েছে। চলবে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

এদিকে একইদিন থেকে আপিল বিভাগ আগের মতোই যথানিয়মে সকাল ৯টায় বিচারকার্য পরিচালনার জন্য বসবেন। শেষ হবে দুপুর ১টায়।

হাইকোর্ট বিভাগের অফিসমূহের কার্যক্রম পরিচালিত হবে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

আর দেশের সব অধস্তন আদালতসমূহে বিচারকার্য চলবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে ২৩ আগস্ট বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নতুন সময়সূচি বেঁধে দেওয়া হয়।