ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

নির্বাচন পর্যবেক্ষক থাকা নিয়ে ‘অধিকার’-এর করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ২৫, ২০২২

নির্বাচন পর্যবেক্ষক থাকা নিয়ে ‘অধিকার’-এর করা রিট খারিজ

ফাইল ছবি

নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অধিকারের পক্ষ থেকে বুধবার (২৪ আগট) এ রিট আর চালানো হবে না জানানো হলে আদালত এটি খারিজ করে দেন।

হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ (ডিসচার্জ ফর ননপ্রসিকিউশন) করে দেন।

আদালতে এদিন অধিকারের পক্ষে ছিলেন আইনজীবী মো. আহসানুজ্জামান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা।

এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০১৮ সালের ৬ নভেম্বর নির্বাচন কমিশন অধিকারের নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধন বাতিল করে দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ১২ ডিসেম্বর অধিকারের সভাপতি ড. সি আর আবরার হাইকোর্টে রিট করেন। তখন আদালত রুল জারি করেন।