Can't found in the image content. ইউক্রেনকে সমর্থন করার খেসারত দিচ্ছে ইউরোপ: ন্যাটো | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইউক্রেনকে সমর্থন করার খেসারত দিচ্ছে ইউরোপ: ন্যাটো

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২৪, ২০২২

ইউক্রেনকে সমর্থন করার খেসারত দিচ্ছে ইউরোপ: ন্যাটো

ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ/ ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম প্রধান পরাশক্তি রাশিয়ার সামরিক অভিযান বন্ধে ইউক্রেনকে সমর্থন করা জরুরি। তবে ইউক্রেনকে সমর্থন দেয়ার মূল্য গোটা ইউরোপকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার জার্মানির টেলিভিশন চ্যানেল জেডডিএফ’কে ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ বলেন, ‘আমাদের বার্তা পরিষ্কার- আমরা ইউক্রেনের পাশে আছি। যতদিন প্রয়োজন আমাদের সমর্থন চালিয়ে যাব।’

রাশিয়াকে প্রতিরোধে কিয়েভকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘কাজটি সহজ নয়। এ বিষয়ে জোট সদস্যদের সঙ্গে নিয়ে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ।’

স্টলটেনবার্গ আসন্ন শীত ইউরোপের জন্য কঠিন হতে পারে উল্লেখ করে বলেন, ‘ইউক্রেনকে সমর্থন করার মূল্য আমরা দেব। রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। নিষেধাজ্ঞার কারণে বিষয়টি আরও জটিল হয়েছে।’

ন্যাটো মহাসচিবের ভাষ্যমতে, ‘ইউক্রেনকে আরও বহু বছর সমর্থন দিয়ে যেতে হবে। তবে এর জন্য আমাদের মূল্যও গুণতে হবে।’

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর ঘোষণা দেয়।মস্কো ঘোষণা করে, এই সামরিক অভিযানের অর্থ যুদ্ধ নয় বরং বিশ্বব্যাপী একটি সম্ভাব্য যুদ্ধ প্রতিহত করার লক্ষ্যে এই সামরিক অভিযান চালানো হচ্ছে।

তবে ইউরোপীয় ও মার্কিন সংবাদ মাধ্যমগুলো রাশিয়ার এ ঘোষণার একাংশ প্রকাশ করে জানায়, কিয়েভের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে মস্কো। এরপর রাশিয়ার বিরুদ্ধে তীব্র অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করে পশ্চিমা দেশগুলো।

ইউক্রেনকে ‘অসামরিকায়ন’ ও ‘নাৎসিমুক্তকরণ’ এবং দোনেতস্ক ও লুহানস্কের রুশ ভাষাভাষী বাসিন্দাদের রক্ষা করার জন্যই এমন সামরিক পদক্ষেপ বলে প্রথম থেকেই দাবি করে আসছে রাশিয়া।