Can't found in the image content. পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, আগস্ট ২৪, ২০২২

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারতের ৩ কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

ভুলবশত ক্ষেপণাস্ত্র পাকিস্তানে ছোড়ার ঘটনায় নিজেদের তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারতীয় বিমান বাহিনী। চলতি বছরের মার্চের ওই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় ভারতকে।

পরবর্তীতে এ নিয়ে বিস্তর তদন্ত শুরু করে ভারত সরকার। তদন্ত শেষে ভারতীয় বিমান বাহিনী মঙ্গলবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত আছড়ে পড়ে ২০২২ সালের ৯ মার্চ। খতিয়ে দেখতে আদালত গঠন করা হয়। দেখা গেছে, তিন কর্মকর্তার ভুলের কারণে ক্ষেপণাস্ত্রগুলো দুর্ঘটনাবশত নিক্ষিপ্ত হয়েছিল। ওই তিন কর্মকর্তা এই ঘটনার জন্য প্রাথমিকভাবে দায়ী। কেন্দ্রীয় সরকার তাদের বরখাস্ত করেছে। 

ইসলামাবাদ জানায়, ভারত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি নিরস্ত্র ছিল এবং পাকিস্তানের মিয়া চান্নু শহরের কাছে বিধ্বস্ত হয়। এই ঘটনায় নিয়ে সংসদে বিবৃতি দিয়েছিলেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি বলেছিলেন, এই অনিচ্ছাকৃত ঘটনাটি দুঃখজনক।

সূত্র: দ্য গার্ডিয়ান