ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

টানা তিনমাস ধরে প্রেসক্লাবের সামনে মৎস্যর ৫১২ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

টানা তিনমাস ধরে প্রেসক্লাবের সামনে মৎস্যর ৫১২ কর্মচারী
চাকরি স্থায়ীকরণের দাবিতে ৯০দিন ধরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের ৫১২ কর্মচারী। দাবি পূরণ না হওয়ায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে তারা অর্ধাহারে-অনাহারে এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। চাকরি স্থায়ীকরণ করে ৫১২ জন কর্মচারীর জীবন বাঁচাতে প্রধানমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এসব কর্মচারী।

অন্যান্য দিনের আজকের সমাবেশে বক্তারা বলেন, যারা দীর্ঘ সাত বছর শ্রম দিয়ে মৎস্য সেক্টরকে সোনালী যুগে নিয়েছে তাদের প্রতি সামান্য সহানুভুতি ও দেখাল না কর্তৃপক্ষ। রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার সহায়ক সকল ডকুমেন্টস থাকা সত্বেও কার্যকর পদক্ষেপের অভাবে ধ্বংস হতে চলেছে ৫১২ জন কর্মচারী ও তাদের পরিবারের।
 
সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায় প্রকল্পের ৫১২ জন কর্মচারী আজ বেকার। আমাদের পরিবার-পরিজন অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। আমরা চাকরি স্থায়ীকরণের দাবিতে টানা তিন মাস ধর জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, সচিবসহ শীর্ষ কর্মকর্তারা আসা যাওয়া করেন। একবারও আমাদের দুঃখ-দুর্দশা দেখতে আসেননি তারা। আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ মো. সুমন হোসেন, ইশরাত জাহান প্রমুখ।