Can't found in the image content. ক্যান্সার চিকিৎসায় নতুন আবিস্কার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ক্যান্সার চিকিৎসায় নতুন আবিস্কার

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

ক্যান্সার চিকিৎসায় নতুন আবিস্কার

ছবি: সংগৃহীত

যেসব ক্যান্সার রোগীর ক্ষেত্রে প্রতিরোধ শক্তিভিত্তিক চিকিৎসা কাজ করে না, তাদের দেহে রোগটির বিস্তার ঠেকিয়ে রাখার উপযোগী একটি নতুন চিকিৎসা পদ্ধতি আবিস্কার করেছেন চিকিৎসকরা। 

ক্যান্সারের চিকিৎসায় প্রতিরোধী শক্তি ব্যবহার করাকে ইমিউনোথেরাপি বলা হয়। সার্জারি, রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপির মতো পদ্ধতি ব্যর্থ হলে ইমিউনোথেরাপি ব্যবহার করে রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করা হয়। এ পদ্ধতিতে রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করে ক্যান্সারের কোষ ধ্বংস করে দেওয়া হয়। তবে ইমিউনোথেরাপিও অনেক রোগীর ক্ষেত্রে কাজ করে না। এ পদ্ধতি ব্যবহারের পরও মাঝে মধ্যে অনেকের টিউমার বড় হয়ে যেতে পারে। 

এমন অবস্থায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা নতুন আরেকটি চিকিৎসা পদ্ধতি আবিস্কারের দাবি করেছেন। তাঁদের আশা, বিদ্যমান পদ্ধতিতে যাদের আর চিকিৎসা দেওয়া সম্ভব নয়, বিকল্প না পেয়ে যারা মৃত্যুর প্রহর গুনছে, তাদের আরও বেশি দিন বাঁচার সুযোগ করে দেবে এ চিকিৎসা পদ্ধতি। খবর দ্য গার্ডিয়ানের।