Can't found in the image content. আজকের রাশিফল: দেখে নিন কেমন কাটবে আপনার দিন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আজকের রাশিফল: দেখে নিন কেমন কাটবে আপনার দিন

বিশেষ প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

আজকের রাশিফল: দেখে নিন কেমন কাটবে আপনার দিন
রাশিফল হলো জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই জীবনে পদক্ষেপ নেন। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ (March 21 – April 20)
মানসিক শান্তি থাকবে। নতুন চাপ নিতে যাবেন না। ইতিবাচক চিন্তা থাকবে। একা থেকে কোনও লাভ নেই। নতুন মানুষের কারণে আজ সম্পর্কে অনেক প্রভাব পড়তে পারে। বিবাহিত জীবনে অনেক বদল আসবে। ব্যাবসায় লাভ আসবে।

বৃষ (April 21 – May 21)
নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন না। বোধবুদ্ধি জড়িয়ে ফেললে চলবে না। মাথা শান্ত রেখে সব সিদ্ধান্ত নিতে হবে। আজ নিজের দক্ষতার পরিচয় দিতে হবে। হাঁটাচলা করতে সাবধান। আত্মবিশ্বাস বাড়ানোর সময়।

মিথুন (May 22 – June 21)
চারপাশের মানুষের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাবেন। অর্থ ব্যয় হবে। বেশি ভাবনা চিন্তার দরকার নেই। সৃজনশীল কাজে নিজেকে নিয়োগ করুন। আজ নিজের দক্ষতার পরিচয় দিতে হবে। শিক্ষার দিকে মন দিন, অযথা কাউকে চাপ দেবেন না।

কর্কট (June 22 – July 23)
আজ অনেক হালকা বোধ করবেন। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন না। বোধবুদ্ধি লোপ পেলে চলবে না। প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে। অজুহাত দেওয়া বন্ধ করুন। অফিসে সময় নষ্ট করবেন না।

সিংহ (July 24 – August 23)
আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। অনেকেই আপনাকে লুঠ করবেন। পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে। গার্হস্থ্য জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। আপনার সঙ্গী বিচলিত হতে পারে। দিনের শেষে গোলমাল হতে পারে।

কন্যা (August 24 – September 23)
দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মজার খবর পেতে পারেন। বিতর্ক ভুলে এগিয়ে যেতে হবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। অজুহাত দেওয়া বন্ধ করুন। অফিসে সময় নষ্ট করবেন না। প্রিয়জনকে বিচলিত করতে পারে। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে।

তুলা (Sept 24 – Oct 23)
প্রেমের দিকে আজকে না নজর দিলেই ভাল। কাজের দিকে আড়ষ্ঠ ভাব একেবারেই ভাল নয়। নতুন কাজকর্মে নিজেকে এগিয়ে দিন। কাছের মানুষ আজ অনেককিছু দাবি করতে পারে। প্রিয়জনকে বিচলিত করতে পারে।

বৃশ্চিক (Oct 24 – Nov 22)
ব্যক্তিগত জীবনে ঝামেলা থাকবে। মনোযোগ দিয়ে কাজ করতে হবে। দিনের শেষে অনেকেই আপনাকে নীচু দেখানোর চেষ্টা করবে। বন্ধুর সঙ্গে প্রেম আজকে মুশকিলে ফেলবে। পরিবারের ওপর রাগ থাকবে। বদলা নেওয়ার আগে ভাববেন।

ধনু (Nov 23 – Dec 22)
যত্নশীল হবেন অন্যের ব্যাপারে। ছোটখাটো ভুল সিদ্ধান্ত আজকে ঝামেলা করবে। ইতিবাচক ভাবুন, আজ শীঘ্রই সমস্যার সমাধান করতে হবে। উৎসাহ পাবেন অনেকের থেকে। ভালবাসার মানুষের থেকে আঘাত পাবেন। সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন।

মকর (Dec 23 – Jan 20)
সময়ের সঙ্গে চলতে শিখুন। বোঝাও দরকার যে কোনটা আপনার জন্য সঠিক আর কোনটা নয়। আজ সুখী হতে পারেন। অন্যদের থেকে বিরক্ত হবেন। শান্ত থাকতে হবে। উদ্বেগ প্রকাশ করবেন না। নিজের প্রচেষ্টা ব্যর্থ হবে। আর্থিক পরিস্থিতি থাকবে। ঘরের তরফে ঝামেলা থাকবে।

কুম্ভ (Jan 21 – Feb 19)
হতাশা থাকবে। অগ্রগতি স্পষ্ট। নিজের ওপর উপলব্ধি ভাল রাখতে হবে। নিজের চিন্তাশক্তি পুরস্কৃত হবে। বন্ধুর সঙ্গে প্রেম আজকে মুশকিলে ফেলবে। পরিবারের ওপর রাগ থাকবে। বদলা নেওয়ার আগে ভাববেন। অপ্রত্যাশিত লাভের জন্য আজ আর্থিক উন্নতি হবে।

মীন (Feb 20 – Mar 20)
ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটান। দিনের শুরুতে মুশকিল থাকবে। আর্থিক ক্ষতির সম্মুখীন। অনেকেই আপনাকে লুটে নিতে পারে। অর্থনৈতিক ঝামেলা থাকবে। গুরুত্বপূর্ন পরামর্শ দিতে পারেন কাউকে। হঠকারী পদক্ষেপ এড়িয়ে যান। দুজনের মধ্যে ঝগড়া হতে পারে।