ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুন ২৯, ২০২৪ |

EN

ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

ফেসবুক লাইভে আত্মহত্যা করলেন প্রবাসী

ছবি: সংগৃহীত

আজমানে মুহাম্মদ খায়রুল বাশার রানা (৫৫) নামে একজন প্রবাসী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকতেন।

সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুক লাইভে এসে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের মৃত বদিউল আলমের ছেলে রানা। লাকী রাউন্ড নামক এলাকার একটি ভাড়া বাসার কক্ষে ভাড়া থাকতেন তিনি। 

লাইভটি প্রায় ১ ঘন্টা ৫৭ মিনিট সময় ধরে চলমান থাকলেও লাইভ শুরুর ৭ মিনিটের মাথায় আত্মহত্যা করেন তিনি।

এ সময় তিনি তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের জৈনিক রফিক নামের এক প্রবাসীকে দায়ী করেন এবং তার দোকান ও টাকা আত্মসাতের অভিযোগ তুলেন।