Can't found in the image content. বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ৮৩ হাজার ৪০৮ জন। এতে বিগত কয়েকদিনের চেয়ে আজ করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটা কম। 

করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৬০ কোটি ৯ লাখ ১০ হাজার ৩৫১ জন। আর মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭২ হাজার ৩৩৬ জন। 

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জাপান, এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে মৃত্যুর দিক দিয়েও শীর্ষে রয়েছে জাপান। 

করোনায় আক্রান্ত, ‍মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৩ আগস্ট) এ তথ্য জানা গেছে। 

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩১০ জন। এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৫ হাজার ৯৭০ জন। আর আক্রান্ত হয়েছে ৯ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ৪৩৩ জন। 

দক্ষিণ কোরিয়ায় গত একদিনে মৃত্যু হয়েছে ৬৪ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৪৪ জন। এতে করে এশিয়ার এ দেশটিতে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২ কোটি ২২ লাখ ৪০ হাজার ৩৩১ এবং ২৬ হাজার ৪৪ জন। 

জাপানে গত একদিনে মৃত্যু হয়েছে ২৬৩ জনের। আর আক্রান্ত হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৯০ জন। এতে করে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। 

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত্যু শূন্য দেশের তালিকায় রয়েছে- ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, স্পেন, কলম্বিয়া, পর্তুগালসহ আরও অনেক দেশ।