দেশের কম্পিউটার ও ইন্টারনেট-নির্ভর সেবায় সম্প্রতি বেড়েছে ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস (ডিডস) সাইবার আক্রমণ। দেশের সাইবার অঙ্গনে এ ধরনের হামলা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আইসিটি বিভাগের কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট)। এ ধরনের হামলা থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের মাধ্যমে সতর্ক থাকতে অনুরোধ করেছে সংস্থাটি।
বিজিডি ই-গভ সার্ট সূত্র জানিয়েছে, সাধারণত ডিডস আক্রমণের মাধ্যমে সাইবার দুর্বৃত্তরা ওয়েবসাইট অচল কিংবা ব্যস্ত রেখে ব্যবহারকারীদের প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এতে ক্ষতিগ্রস্ত হয় উপকারভোগীরা। ফলে ইন্টারনেট-নির্ভর গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোসহ সব সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির পর্যবেক্ষণে ডিডস সাইবার আক্রমণে টিসিপি পুস ফ্লাড, ইউডিপি ফ্লাড, টিসিপি আরএসডি ফ্লাড, টিসিপি সাইন ফ্লাড, টিসিপি উইন্ডো সাইজ ফ্লাড, আইপি ফ্রাগমেন্ট ফ্লাড ডিডস অ্যাটাক ভেক্টরের আধিক্য পাওয়া গেছে বলে জানানো হয়।
এ বিষয়ে সংস্থাটির প্রকল্প পরিচালক এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক তারেক এম বরকতুল্লাহ বলেন, ডিডস আক্রমণ থেকে নিরাপদ থাকতে 'গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা গাইডলাইন' অনুসরণপূর্বক সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে অ্যান্টি-ডিডস (অ্যান্টি-ডিডস) হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন বা হালনাগাদ করে সঠিক অ্যান্টি-ডিডস প্রটেকশন থ্রেসহোল্ড লিমিট সেট করতে হবে। ডিডস এক ধরনের সাইবার আক্রমণ, যা সাইবার অপরাধীদের মাধ্যমে নিয়ন্ত্রিত ও বিস্তৃত বটনেট থেকে কোনো সুনির্দিষ্ট আইটি পরিকাঠামোকে লক্ষ্য করে নিয়মিত সেবা প্রদানে বাধা দেয়।