বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপককে জুতোপেটা করছেন একজন নারী। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এ ঘটনা ঘটেছে ভারতের বেরহামপুর বিশ্ববিদ্যালয়ে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভুক্তভোগী শিক্ষকের নাম অনীল কুমার তিরিয়া। বেরহামপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। ভিডিওতে তাকে মারধর করতে দেখা নারী তার স্ত্রী বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। অনীলের স্ত্রী তার চেম্বারে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। এসময় তাকে গালিগালাজ করতে করতে নিজের জুতো খুলে নিয়ে তাকে মারধর করেন। তাকে বলতে শোনা যায়, ‘খুব ভালো কাজ করছো’। এভাবে কয়েক মিনিট ধরে জুতোপেটার স্বীকার হওয়ার পর অনীল তার স্ত্রীর হাত থেকে জুতা ছিনিয়ে নিয়ে তা ছুড়ে ফেলে দেন।
এদিকে হট্টগোল শুনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মী সেখানে পৌঁছে অনীলের স্ত্রীকে দরজা খুলতে বলেন। কিন্তু তিনি তাতে কর্ণপাত না করলে সহকারী অধ্যাপককে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের ডাকা হয়। অনুষদের সদস্যদের বারবার অনুরোধের পর অবশেষে তিনি দরজা খুলে দেন।
সহকারী অধ্যাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করা ওই নারী যে তার স্ত্রী, সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা জানতেন না। পরে তারা ওই দম্পতিকে শান্ত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।