Can't found in the image content. বিশ্বে করোনায় একদিনে আরও ৮৯৭ জনের মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বিশ্বে করোনায় একদিনে আরও ৮৯৭ জনের মৃত্যু

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ২২, ২০২২

বিশ্বে করোনায় একদিনে আরও ৮৯৭ জনের মৃত্যু

ফাইল ছবি

বিশ্বে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৭৬১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৮ লাখ ৭৭ হাজার ১০ জনে।

একই সময়ের মধ্যে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৭১ হাজার ৮৫১ জনে। সোমবার (২২ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৭৯০ জন। মারা গেছেন ২৬৩ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৬৯ লাখ ২১ হাজার ৬৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৬ হাজার ৭৮০ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৮৬৪ জন। মারা গেছেন ৬ লাখ ৮২ হাজার ৫৮৭ জন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৬০ জন। আর মারা গেছেন ১০ জন। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৮৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫৬৯ জন।