ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বিশ্বে করোনায় মোট শনাক্ত ছাড়াল ৬০ কোটি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, আগস্ট ২১, ২০২২

বিশ্বে করোনায় মোট শনাক্ত ছাড়াল ৬০ কোটি

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে ৬ লাখ ২৭ হাজার ১৬৯ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ কোটি ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনে। আর মৃত্যুর সংখ্যা ৬৪ লাখ ৭০ হাজার ৭১৭ জন। 

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (২১ আগস্ট) এ তথ্য জানা গেছে। 

বিশ্বে গত একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এছাড়া প্রাণহানির ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এরপরই রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো। 

জাপানে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৫ হাজার ৮১০ জন এবং মারা গেছেন ২৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৮৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩৬ হাজার ৫১৭ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৫৪৮ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৭৯ হাজার ৭৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৮২ হাজার ৫৬০ জনের।

যুক্তরাষ্ট্রে এ সময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৯০ জন এবং মারা গেছেন ৪০ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৫৩ লাখ ৩১ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৬৫ হাজার ৫৫৫ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ৩৫০ জন এবং মারা গেছেন ৮৪ জন।

এছাড়া গত একদিনে করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বগতি দেশের তালিকায় রয়েছে- দক্ষিণ কোরিয়া, ইতালি, রাশিয়া, অস্ট্রেলিয়া ও তাইওয়ান।