ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন

বিশেষ প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন

ছবি: সংগৃহীত

সম্প্রতি উদ্বোধন করা হয়েছে মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ। কাজাখস্তানের রাজধানী নুর সুলতানে অবস্থিত মসজিদের নাম ‘নুর সুলতান গ্রান্ড মসক’।

এই মসজিদে একসঙ্গে দুই লাখ ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মসজিদটি ১০ হেক্টর ভূমির ওপর প্রতিষ্ঠিত।
মসজিদের আয়তন ৬৮ হাজার স্কয়ার মিটার। মসজিদের মূল গম্বুজের উচ্চতা ৯০ মিটার এবং মিনারগুলোর উচ্চতা ১৩০ মিটার।
কাজাখস্তানের প্রথম প্রেসিডেন্ট নুর সুলতান নাজারবায়েভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দীর্ঘ তিন দশক কাজাখস্তানের শাসক ছিলেন। এই মসজিদের ভিত্তিপ্রস্তরও তিনি স্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই পবিত্র শুক্রবার আমরা আমাদের রাজধানীর একটি সুন্দর মসজিদ উদ্বোধন করছি। এটি শুধু আমাদের রাজধানীর বিষয় নয়, এটি আমাদের সব নাগরিকের এবং মুসলিমের। স্বাধীনতা লাভের পর (১৯৯১ সালের পর) আমরা দেশের সব অঞ্চলে মসজিদ খুলে দিয়েছি। আল্লাহ যেন মসজিদগুলোর প্রার্থনা কবুল করেন।

উল্লেখ্য, কাজাখস্তানের এক কোটি ৯০ লাখ মানুষের ভেতর ৭২ শতাংশ মুসলিম। দেশটিতে দুই হাজার তিনশ’টি সরকার অনুমোদিত মসজিদ আছে।

সূত্র: কাজিন ফর্ম ও কাসপিয়ান নিউজ