Can't found in the image content. আর্মেনিয়ায় গুদামে বিস্ফোরণ, মৃত্যু ১১ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

আর্মেনিয়ায় গুদামে বিস্ফোরণ, মৃত্যু ১১

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ১৬, ২০২২

আর্মেনিয়ায় গুদামে বিস্ফোরণ, মৃত্যু ১১

ছবি: সংগৃহীত

আর্মেনিয়ার একটি শপিং মলের আতশবাজির গুদামে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। রোববার রাজধানী ইয়েরেভানের এ ঘটনায় মার্কেট ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং আরও অন্তত ৬২ জন আহত হয় বলে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে।

মঙ্গলবার আর্মেনিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে তিনজন নিহত হওয়ার কথা জানা গেলেও পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ উদ্ধার করেন।

আতশবাজির ওই গুদামটিতে দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল বলে জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই গুদামে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি।