Can't found in the image content. ২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে: মোদি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে: মোদি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

২৫ বছরের মধ্যে ভারত উন্নত দেশ হবে: মোদি

ছবি: সংগৃহীত

আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়নশীল থেকে উন্নত দেশ হবে ভারত। সোমবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদ‌যাপন উপলক্ষে এক ভাষণে এ কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে সকালে দিল্লিতে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন মোদি। এরপর জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, পরিবারতন্ত্রের রাজনীতিতে পরিবারের লাভ হয়। দেশের কোনো উপকার হয় না। দেশ থেকে পরিবারতন্ত্রের রাজনীতি দূর করতে হবে। দুর্নীতি ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়তে হবে।

আত্মনির্ভরশীল হওয়ার বার্তা দিয়ে মোদি আরও বলেন, বিদেশে তৈরি খেলনা বাতিল করছে শিশুরাও। এদিনই প্রথমবার ভারতে তৈরি বন্দুক দিয়ে গান স্যালুট দেয়া হয়।

নারী শক্তি নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারীদের প্রতি সম্মান দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীশক্তির পাশে থাকা জরুরি।